add

ঢাকা বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক সোমবার সকালে ফল প্রকাশের এই তথ্য জানান।

তিনি জানান, এ ইউনিটে মোট তিন হাজার ৬৩৩ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এদের মধ্যে বিজ্ঞানে এক হাজার ৩১০ জন, মানবিকে এক হাজার ৩৫৩ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৭৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।

এ ইউনিটের আওতায় মোট এক হাজার ২৬২ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ২৬ নভেম্বর থেকে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

উত্তীর্ণদের তালিকা বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইট (http://Ghaunit.univdhaka.edu) বা (www.admission.uivdhaka.edu) থেকে জানা যাবে।

No comments:

Post a Comment